ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় ১২৪ আক্রান্ত, ২ মৃত্যু
Reporter Name

সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১২৪ জন। যার মধ্যে ৯০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৮৮ জন। শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১২৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৯০ জন, সুনামগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৯ জন, হবিগঞ্জে ১ জন, ওসমানী মেডিক্যালে আরও ২০ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ১২৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮২১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭০২ জন, হবিগঞ্জে ২ হাজার ২৮৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৬৪ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮৮ জন। এরমধ্যে সিলেটের ১৫৭ জন, মৌলভীবাজারের ২৩ জন, সুনামগঞ্জে ৮ জন, আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১২৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৬৯৮ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৪ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২১ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৫১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।

One response to “সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় ১২৪ আক্রান্ত, ২ মৃত্যু”

  1. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/8871 […]

Leave a Reply

Your email address will not be published.

x