দেশের খেলা উপেক্ষা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগ্রহ দেখানো সাকিব আল হাসান শনিবার সকালে ভারতে গেছেন। বিসিবি সূত্রে জানা গেছে এ তথ্য। কলকাতা হয়ে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাইয়ে যাবে।
আইপিএল ক্যারিয়ারে প্রথম ছয় বছর কলকাতায় কাটানোর পর তিন বছরের বিরতি দিয়ে আবারও কেকেআর-এ যোগ দিয়েছেন সাকিব। চতুর্দশ আইপিএলের নিলামে বাংলাদেশের তারকা ক্রিকেটারকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় শাহরুখ খানের দল।
একটি অনলাইনের লাইভ অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকেই তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। দেশে ফিরে মিরপুরে অনুশীলন করলেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এরই মধ্যে নীরবে চলে গেলেন কলকাতায়।
আগামী ৯ এপ্রিল শুরু হবে আইপিএল। কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ এপ্রিল। সাকিবেরই সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। নিউজ সোর্সঃ আইপিএল খেলতে ভারতে গেলেন সাকিব