ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
গুরুদাসপুরে ধান কাটা শ্রমিকরা পেলেন মাস্ক ও শুকনা খাবার 
Reporter Name

শরিফুল ইসলাম.গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:নাটোরেরগুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যষিত অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা। ইতিমধ্যে করোনা ভয় উপেক্ষা করে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে ধান কাটা শ্রমিকরা। তাই ধান কাটতে আসা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায়  মাস্ক ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন উদ্যোগে ওই সামগ্রী বিতরণ করা হয়।

আজ সোমবার দুপুরে উপজেলা খুবজিপুর ইউনিয়নের রুহাই এলাকার প্রায় তিন শতাধিক শ্রমিক দলনেতার হাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা মাস্ক,সাবান,পানি ও শুকনা খাবার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.আবু রাসেল,কৃষি কর্মকর্তা মো.হারুনর রশিদ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.তমাল হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার সবধরনের সহযোগিতা করা হবে। ইতিমধ্যে তাদের মাঝে শুকনা খাবার  ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ শুরু করা হয়েছে। তিনিও আরও জানান,মাঠে শ্রমিক থাকা পযর্ন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

x