কুড়িগ্রাম, রাজারহাট উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ঘড়িয়াল ডাঁঙ্গা ইউপির বহুল আলোচিত মিয়াপারার জমি-জমা নিয়ে সংঘর্ষের মামলার আসামী জামিনে বেড়িয়ে প্রতিপক্ষ রুকুনুজ্জামান রোকনকে প্রাণনাশের হুমকি দিয়েছ।হুমকির প্রেক্ষিতে প্রতিপক্ষ রুকুনুজ্জামান রোকন ১০ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানাজায় গত ১৩ এপ্রিল বিজ্ঞ আদালত হইতে জামিনে এসে উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউপির কাশেম বাজারে মোসলেম উদ্দিনের পানের দোকানে দাড়াইয়া থাকা অবস্থায় পুর্ব জের ধরিয়া বিবাদীগণ ৮-১০ টি মটরসাইকেলে আসিয়া আমাকে উদ্দেশ্য করিয়া অশীল ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়।আমি প্রতিবাদ করিলে বিবাদীগণ আমাকে চর থাপ্পড় কিল ঘুষি মাড়িয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম করে।অভিযোগে আরও উল্লেখ করেন বিবাদীগণ খারাপ প্রকৃতির হওয়ায় তাহাদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মামলা নং ৫০ ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/৫০০/৫০৪/৫০৬ পিসি ও রাজারহাট থানায় মামলা নং ৫-২০-০২-২০২১ ইং ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৪/৪২৭/৫০৬/১১৪ পিসি মুলে নিয়মিত মামলা রুজু হয়।বর্তমানে মামলা দুটি তদান্তধীন রয়েছে।
এবিষয়ে রাজারহাট থানা অফিসার ইন-চার্জ মোঃ রাজু সরকার অভিযোগের সত্যাতাস্বীকার করে বলেন তদান্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply