ঢাকা, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
টাঙ্গাইলে ন্যায্যমূল্যে প্রাণিজ পুষ্টি নিশ্চতকরণে বিক্রয় কেন্দ্র স্থাপন
Reporter Name

মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ কোভিড-১৯ পরিস্থিতিতে ন্যায্যমূল্যে প্রাণিজ পুষ্টি নিশ্চতকরণে টাঙ্গাইলের ভূঞাপুরে জনসাধারণের জন্য ভ্রামমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এবং প্রাণিসম্পদ ও ডেইলী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় কেন্দ্রটি স্থাপন করা হয়।

দেশব্যাপী মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আর এই সংক্রমণ রোধে সারাদেশে শুরু হয়েছে লকডাউন। আর এই লকডাউনে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চত করণে এবং খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ রেখেই সরকারের নির্দেশে এমন উদ্যোগ গ্রহণ করেছেন প্রশাসন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান বলেন, এটা জনগণের জন্য সরকারের একটি ভালো উদ্যোগ। জনগণকে ঘরে রাখার জন্য এবং লকডাউনের কারণে খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকারের এ প্রকল্প। যতদিন পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ আছে ততদিন পর্যন্ত এটা চলমান থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

x