ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
সিলেট বিভাগে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ জন
Reporter Name

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিনদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭৫ জন।  সুস্থ হয়েছেন ৭৭ জন।   একইসঙ্গে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১২ জন।

নতুন শনাক্তদের মধ্যে ৫৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ১৩ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৩৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ হাজার ৩২৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৬৯ জন, হবিগঞ্জে ২ হাজার ২৩১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০৮ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩১১ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৭ হাজার ৩৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৮৭ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৬৭ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ১০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৩১৫ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ১১ জন, সুনামগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

x