ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
বাজে শট, দৃষ্টিকটু ফিল্ডিং ও ভালো ক্রিকেট খেলতে না পারা
Reporter Name

সিরিজজুড়ে ভালো ক্রিকেট খেলতে না পারাটা মেনে নিচ্ছেন তামিম ইকবাল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় ওয়ানডেতে কিউইদের দেয়া ৩১৯ রানের লক্ষ্যে নেমে ১৫৪ রানে গুটিয়ে যাওয়াকে এককথায় ভালো ক্রিকেট খেলতে না পারা বলছেন বাংলাদেশ অধিনায়ক।

‘আমরা বোলিংয়ে ভালো শুরু করেছিলাম। ওরা ৫৭ রানে ৩ উইকেট হারায়। ওদের দুইজন খুব ভালো ব্যাটিং করেছে। কখনও ছোট ছোট বিষয়গুলো বড় হয়ে দাঁড়ায়, ক্যাচ হাতছাড়া, সুযোগ নষ্ট, কিন্তু নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতেই হবে, তারা সিরিজজুড়েই ব্যতিক্রম ছিল।’

তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডানেডিনে একেবারেই উড়ে গিয়েছিল বাংলাদেশ, কোনোমতে একশ পার করতে পেরেছিল। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করার পুঁজি জমালেও বাজে ফিল্ডিংয়ের মাশুল দিয়ে হেরে বসে, সঙ্গে সিরিজটাও। শেষ ম্যাচেও বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী ছিল। দৃষ্টিকটু ছিল শট নির্বাচনেও। তাতে মিলেছে হোয়াইটওয়াশ।

‘তিনশ রান তাড়া করার মতো, কিন্তু আমরা যেভাবে ব্যাট করেছি সেভাবে নয়। আমরা অনেক বেশি বাজে শট খেলেছি।’

‘দিনশেষে নিউজিল্যান্ড অসাধারণ একটি দল। এখানে বলে সুইং থাকবে, বাউন্স মিলবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। কিন্তু আমরা শুরুতেই অনেক বেশি বাজে শট খেলে ফেলেছি। যখন ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসবেন, ম্যাচ ওখানেই শেষ।’

হারের জন্য অবশ্য কোনো অজুহাত খুঁজছেন না তামিম। মেনে নিচ্ছেন ব্যর্থতা, ‘আমি তাদের মধ্যে নই, যারা কোয়ারেন্টাইন বা পর্যাপ্ত অনুশীলনের সময় না পাওয়াকে ব্যর্থতার কারণ বানাবে। আমরা কেবল ভালো ক্রিকেট খেলতে পারিনি।’ নিউজ সোর্সঃ বাজে শট, দৃষ্টিকটু ফিল্ডিং ও ভালো ক্রিকেট খেলতে না পারা

Leave a Reply

Your email address will not be published.

x