ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
নওগাঁর পত্নীতলায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু
Reporter Name

মনিরুজ্জামান মুন্না, নওগাঁঃ নওগাঁর পত্নীতলায় করোনায় আক্রান্ত হয়ে শাহীনা আক্তার শেলী ( ৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই নারী উপজেলার বামইল গ্রামের জাহাঙ্গীর আলমের (পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান) স্ত্রী, তিনি দীর্ঘ দিন যাবত ডায়াবেটিস হার্ট সহ বিভিন্ন রোগে ভুগিতেছিল গত ৫ এপ্রিল পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন এবং করোনা পজেটিভ রেজাল্ট আসে। রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।

রামেক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত ১০ টায় ইন্তেকাল করেন। আজ সকালে তার মরদেহ তার গ্রামের বাড়ীতে আনা হয় এবং বাদ যোহর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালিদ সাইফুল্লাহ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন । তিনি সকলকে আরও সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন। এনিয়ে উপজেলায় করোনায় মৃত্যু ২জন, আক্রান্ত ১২২ জন।

x