ঢাকা, বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন
১০ কূটনীতিক বহিষ্কার, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাইডেনের
Reporter Name

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ ও সাইবার হামলার ঘটনায় দায়ী করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপালেন জো বাইডেন। পাশাপাশি বৃহস্পতিবার ওয়াশিংটনে থাকা ১০ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।খবর-সিএনএনের।

এর একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইউক্রেনে সীমান্তে রাশিয়ার সেনা জড়ো করা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর এক দিন পরেই রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আসল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও প্রাইভেট সেক্টরে হাইবার হামলার জন্য দায়ী করা হয় রাশিয়াকে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন রুশ সরকারের ঋণ লেনদেনকারী মার্কিন ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধি, গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ কূটনীতিককে বহিষ্কার ও ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে ৩২ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন বাইডেন। গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। সে সময় তিনি জানিয়েছেন, জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবে তার দেশ।

Leave a Reply

Your email address will not be published.

x