মো: কামাল উদ্দীন মৌলভীবাজার: রাজনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণে কাজ করার সময় মাসুক মিয়া (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার তেলিজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুক মিয়া ওই এলাকার কনাই মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণে কাজ করছিলেন শ্রমিক মাসুক মিয়া। এ সময় ছাদের উপর থেকে লোহার পাইপ পড়ে মাসুক মিয়া আহত হন। পরে তাকে শ্রমিকরা হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, ছাদের উপর থেকে একটি লোহার পাইপ তার পিঠে এবং মাথায় পড়ে। পরে শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, মরদেহ মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।