ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
ঈদগাঁওতে অদক্ষ ও কিশোর চালকের ছড়াছড়ি : দূর্ঘটনার শঙ্কা
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সড়ক ও উপসড়কসহ বৃহত্তর এলাকায় অদক্ষ ও অল্পবয়সী চালকের ছড়াছড়ি। যেকোন মুহুর্তে দূর্ঘটনার আশংকা করেন যাত্রীরা। ব্যাটারী চালিত গাড়ীর কারণে একদিকে বিদ্যুতের অপচয় হচ্ছে,অন্যদিকে বাড়ছে যানজট।

দেখা যায়, মহাসড়কে দুরপাল্লার বড় বাসের সাথে পাল্লা দিয়ে যন্ত্র চালিত যান চলছে সমান তালে।  গ্রামীন সড়কে অদক্ষ আনাড়ী, কিশোর চালকের সংখ্যা বৃদ্বি পেয়েছে। কোন রকম ভয়,দ্বিধা-দ্বন্ধ ছাড়া রাস্তায় দূরন্ত বেগে ছুটে চলছে। ছোটবড় দূর্ঘটনা ঘটে চলছে। যন্ত্রচালিত গাড়ী মহাসড়কে চলে অনেকটা দূর্ঘটনার ঝুঁকি নিয়ে।

সচেতন যুবক ইমরান জানান, এসব যানবাহনের কারনে যানজট সৃষ্টি হওয়ায় বাজারে প্রবেশ করাতো দুরের কথা, হাঁটাচলা দায় হয়ে পড়ে। বাজারের সড়ক-উপসড়কে ব্যাটারী পরিবহন মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারনে প্রতিনিয়ত যানজট লেগে থাকে।

পথচারীরা জানান,ঈদগাঁও বাজারসহ বৃহত্তর এলাকার বিভিন্ন স্থানে অদক্ষ,আনাড়ী ও কিশোর চালকের সংখ্যা বেড়েই চলছে। ফলে সড়কে দূর্ঘটনা বৃদ্বি পাচ্ছে। একটি দূর্ঘটনা, সারাজীবনের কান্নায় পরিণত হতে পারে।

উল্লেখ্য, গতকাল ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কেই টমটমের মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়।

One response to “ঈদগাঁওতে অদক্ষ ও কিশোর চালকের ছড়াছড়ি : দূর্ঘটনার শঙ্কা”

  1. binance says:

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a Reply

Your email address will not be published.

x