ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
গাজায় মেয়াদোত্তীর্ণ করোনার টিকা পাঠিয়েছে ইসরায়েল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৫০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে ইসরায়েল। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মিডলইস্ট মনিটর’র প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ার তৈরি ওই টিকা ইসরায়েলকে দেওয়া হয়। তেল আবিব সেগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া টিকার চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল।

সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুৎনিক লাইট টাইপের টিকার চালানটি গাজায় পাঠানো হয়। কিন্তু সেফটি টেস্টে দেখা যায়, ৫০ হাজার ডোজ টিকার মেয়াদ শেষ হয়ে গেছে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছিল, মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া টিকাগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের স্বশাসন কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল। কিন্তু মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ওই চুক্তি বাতিল করে দেয়। এরপরই চালানটি গাজা উপত্যকায় পাঠায় ইসরায়েল।

গাজা উপত্যকায় এখন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৩৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ১ হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষ বসবাস করলেও এ পর্যন্ত মাত্র তিন লাখ ৫৪ হাজার মানুষ করোনাভাইরাসের টিকা নিতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published.

x