ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
রামেক হাসপাতালে করোনায় ৪ জনের প্রাণহানি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জন মরা গেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৫০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১.৪১ শতাংশ।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। ৪ জনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ১ জন রাজশাহীর, ১ জন নাটোরের ও নওগাঁর ২ জন রয়েছেন।

এদিকে একই সময়ে রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৪০ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮১ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ১২১ জন।

Leave a Reply

Your email address will not be published.

x