ঢাকা, বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
চমেক হাসপাতালের নালা থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশের নালা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক ইত্তেফাককে জানান, নালা পরিস্কারের সময় নবজাতকদের লাশ দেখতে পান হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা। পলিথিনে মোড়ানো অবস্থায় একটি লাশ নালায় পড়েছিল, আরেকটি পাশে ছিল। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিষয়টি অবহিত করা হয়।

এসআই আশিক আরও জানান, নালায় পাওয়া দু’টিই মৃত অপরিণত শিশুর লাশ। এই শিশুদের লাশ কারা ফেলে গেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। নবজাতক দুটির মৃতদেহ আপাতত চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এগুলো আনজুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

One response to “চমেক হাসপাতালের নালা থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার”

  1. Daftar says:

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published.