ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
আফগানিস্তানের সংকট মোকাবিলায় প্রয়োজন ৬০৬ মিলিয়ন ইউএস ডলার: জাতিসংঘ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর মানবিক সংকট মোকাবিলায় ৬০৬ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় আফগানিস্তানের সাহায্য নিয়ে সম্মেলন হওয়ার কথা রয়েছে।  খবর রয়টার্সের।

এর আগে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর সেখানে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ।

গত ১৫ আগস্ট তালেবানের আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের আগপর্যন্ত আফগানিস্তানের অর্ধেক জনগোষ্ঠী, অর্থাৎ এক কোটি ৮০ লাখ মানুষ সহযোগিতার ওপর নির্ভরশীল ছিল।

খরা, খাদ্য ও নগদ অর্থ সংকটে এবং রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট অস্থিরতায় এই নির্ভরশীল মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘসহ অন্য সাহায্য সংস্থাগুলো।

পশ্চিমা মদদপুষ্ট সরকারের পতনে এবং তালেবানের বিজয়ের ফলে আফগানিস্তানে শত শত কোটি ডলারের বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে গেছে।

দেশটিতে জাতিসংঘের কার্যক্রম চালানো নিয়েও চাপ তৈরি হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত শুক্রবার জানিয়েছেন, এ মুহূর্তে জাতিসংঘ নিজের কর্মীদের বেতনই দিতে পারছে না।

৬০৬ মিলিয়ন ডলারের প্রায় এক-তৃতীয়াংশ জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) মাধ্যমে খাদ্য সরবরাহে ব্যয় করার কথা রয়েছে।

আগস্ট ও সেপ্টেম্বরে ডব্লিউএফপি আফগানিস্তানে একটি জরিপ চালিয়ে জানায়, দেশটির ৯৩ শতাংশ মানুষ পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছেন না।

এ ছাড়া জাতিসংঘের আরেকটি প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এই সাহায্যের অর্থ আফগানিস্তানে তাদের স্বাস্থ্য কার্যক্রম পরিচলানায় ব্যয় করবে।

One response to “আফগানিস্তানের সংকট মোকাবিলায় প্রয়োজন ৬০৬ মিলিয়ন ইউএস ডলার: জাতিসংঘ”

  1. Fantastic post but I was wondering if you could write a litte more on this subject?
    I’d be very thankful if you could elaborate a little bit further.
    Kudos!

Leave a Reply

Your email address will not be published.

x