ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
গুগলের হোম পেজে পয়লা বৈশাখ
Reporter Name

গুগলের হোমপেজে গেলেই আজ চোখে পড়ছে পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার জন্য বানানো হচ্ছে বাঘের মুখোশ ও বিভিন্ন প্রতিকৃতি। লাল, নীল, সাদা রঙ তুলির ছোঁয়ায় আরও ফুটিয়ে তোলা হচ্ছে বাঘের চোখ। তারই অ্যানিমেটেড রূপ গুগলের সার্চ বারে শোভা পাচ্ছে।

দেখে মনে হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় যাওয়ার জন্য এখনই প্রস্তুত প্রতিকৃতিগুলো, এত রঙের আয়োজনে সুনিপুণভাবে তৈরি বাঘের মুখোশটি এবারের নববর্ষের ডুডল হিসেবে প্রদর্শন করছে গুগল।আজ বাংলা নববর্ষের প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল।

গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এই ডুডল। বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

ডুডল পেজে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গুগল লিখেছে, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটিতে নতুন করে সবকিছু শুরু করার সুযোগ করে দেয় মানুষকে।

গুগলের দেখানো ম্যাপ অনুযায়ী নববর্ষের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। গত বছরেও গুগল পয়লা বৈশাখের ডুডল তৈরি করেছিল।

 

Leave a Reply

Your email address will not be published.

x