গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ও উপসর্গে ১৪ জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে, চট্টগ্রাম বিভাগে করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ১৩ জনের মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা ও চাঁদপুরে ৩ জন করে, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে দুই জন করে মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে মারা যাওয়া ৬ জনের মধ্যে রাজশাহীর ৪ এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ২ জন করোনা আক্রান্ত ও ৪ জনের উপসর্গ ছিল।
এদিকে, খুলনা বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, খুলনায় ২ এবং যশোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। আর ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ময়মনসিংহের ৪ এবং নেত্রকোণার একজন।