ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
পাবনার সিআইডির অভিযানে রাজীব কুমার সরকার গ্রেপ্তার
মুনিম শাহরিয়ার কাব্য:

পাবনার সিআইডি একটি চৌকস টিম গত ৬/০৯/২০২১ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন দিলালপুর নবাব সিরাজউদ্দৌলা রোডে আসামি রাজীব কুমার সরকার ওরফে কল্লোল (৪১) , পিতা মৃত প্রদীপ কুমার সরকার এর ভাড়া বাসা উপস্থিত সাক্ষীদের সামনে অভিযান পরিচালনা করে আসামীর হেফাজত হতে ৭১ টি বিভিন্ন ব্যক্তির নামে জাল জন্ম নিবন্ধন, জাল দলিল তৈরির লক্ষ্যে অবৈধভাবে রাখা ৩৬ টি বিভিন্ন জনপ্রতিনিধির সিলমোহর ও স্বাক্ষরযুক্ত নাম ঠিকানা বিহীন নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা ১০ টি সীল, হিসাব-নিকাশ সংরক্ষণের জন্য একটি টালিখাতা, জাল দলিল তৈরীর কাজে ব্যবহৃত ৫টি সীল, জাল দলিল তৈরির লক্ষে বিভিন্ন লোকের কাছে থেকে নেওয়া ১,৬০,৭১৫ টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত আসামির দুইটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। আসামি রাজীব কুমার সরকার ওরফে কল্লোল দীর্ঘদিন যাবত টাকার বিনিময়ে জাল দলিল তৈরি করে প্রতারণা করে আসছে।তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার সিআইডি , পাবনা জেলা, মোহাম্মদ মনিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.

x