ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
ইসলামাবাদের পূর্ব গজালিয়ায় বালু উত্তোলন :  দেখার কেউ নেই 
স্টাফ রিপোটার,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের পাশেই

নির্বিচারে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা, পূর্ব গজালিয়া নামক স্থানে বালির ব্যবসা এখন রমরমা।
সূত্র মতে, ইসলামাবাদের পূর্ব গজালিয়া নামক  এলাকায় দেদারছে বালির ব্যবসা করে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। ঈদগাঁও নদীর পাশে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন অব্যাহত রেখেছেন। এসব দেখার যেন কেউ নেই। এই
বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন  স্থানীয়রা।
নদীর তলদেশ থেকে ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলন করায় নদীর পাড়টি ভাঙ্গন দেখা দিয়েছে।
দেখা যায়, ৪ই সেপ্টম্বর বিকেলে ইসলামাবাদের পূর্ব গজালিয়ায় গ্রামের পাশ দিয়ে বহমান ঈদগাঁও নদীতে পানিতে প্রায় ৮/১০টি ড্রেজার মেশিন দিয়ে হরদম বালি উত্তোলন করে চলছে শ্রমিকরা। পানি কম থাকায় বালু উত্তোলন করা হচ্ছে।
বড় বড় বালির গাড়ী ( ট্রাক) ভর্তি করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার সময় ঈদগাঁও-ঈদগড়ের সড়কের বিভিন্ন পয়েন্টে ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম বালি উত্তোলনের কথা নিশ্চিত করেন।
 
ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, এসব বালি অবৈধভাবে উত্তোলন করার কথা জানান। 

Leave a Reply

Your email address will not be published.

x