ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
ইসলামপুরে ৭টি দোকানে দূর্ধর্ষ চুরি 
স্টাফ রিপোটার,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ৭টি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
২রা সেপ্টেম্বর গভীর রাতে চাল কেটে ও সিঁড়ি বেয়ে উঠে তালা ভেঙ্গে ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারে ৭টি ব্যবসায়ীক প্রতিষ্টানে দুর্ধর্ষ চুরি করে চোরদল। এতে আনুমানিক ৪/৫ লক্ষাধিক টাকার মালামালসহ নগদ অর্থ নিয়ে যায় চোরেরা।
নতুন অফিস (মহাসড়কের পাশে) তিনটি দোকান,জুমনগর লুতু শফিং কমপ্লেক্সের চারটি দোকানেই চুরি সংগঠিত হয়েছে।
ইউপি সদস্য আবদু শুক্কুর ও ওয়ার্ড় আ,লীগের সভাপতি সরওয়ার নতুন অফিসে ৭টি দোকানে দূূর্ধর্ষ চুরির সত্যতা নিশ্চিত করেন।
x