কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ৭টি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
২রা সেপ্টেম্বর গভীর রাতে চাল কেটে ও সিঁড়ি বেয়ে উঠে তালা ভেঙ্গে ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারে ৭টি ব্যবসায়ীক প্রতিষ্টানে দুর্ধর্ষ চুরি করে চোরদল। এতে আনুমানিক ৪/৫ লক্ষাধিক টাকার মালামালসহ নগদ অর্থ নিয়ে যায় চোরেরা।
নতুন অফিস (মহাসড়কের পাশে) তিনটি দোকান,জুমনগর লুতু শফিং কমপ্লেক্সের চারটি দোকানেই চুরি সংগঠিত হয়েছে।
ইউপি সদস্য আবদু শুক্কুর ও ওয়ার্ড় আ,লীগের সভাপতি সরওয়ার নতুন অফিসে ৭টি দোকানে দূূর্ধর্ষ চুরির সত্যতা নিশ্চিত করেন।