ঢাকা, বুধবার ০৮ মে ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে একই রাতে ৮টি দোকানে চুরি, চোর আতঙ্কে ব্যবসায়ীরা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গল শহরে একরাতে ৮টি দোকানে চুরি সংগটিত হয়েছে। মঙ্গলবার রাতে এসব দোকানের সার্টার ও তালা ভেঙ্গে চোরের দল চুরি সংগটিত করে। জানা যায়, উকিলবাড়ি রোডের ওয়াটারলিলি’র মালিক রিয়াদ হোসেন বলেন, সকালে দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙ্গা। তিনি জানান, তার দোকানে রক্ষিত ২৭ হাজার টাকা ও কিছু মালামালসহ মোট ৫০হাজার টাকা ক্ষতি সাধিত হয়। মিশন রোডের দেবনাথ মেডিকেল হল এর তালা ভেঙ্গে ক্যাশে রক্ষিত ৬হাজার ও কিছু মেডিসিনসহ মোট ৭হাজার টাকা নিয়ে যায় চোরের দল। রুপশপুরের প্রীতি এন্ড প্রিয়া ভেরাইটিজ স্টোরের মালিক লিটন দেব জানান, তার দোকানের সার্টার ভেঙ্গে ক্যাশে রক্ষিত ২০ হাজার টাকা ও মালামালসহ মোট ৩০হাজার টাকার ক্ষতি হয়। আরকে মিশন রোডের সি লেডিস টেইলার্স এর মালিক মো. মিছবাহ উদ্দিন জানান, তার দোকান থেকে নগদ ১২হাজার টাকা ও মালামাল সহ মোট ১৮হাজার টাকা নিয়ে যায়। কলেজ রোডের কালিবাড়ির সামনে ছাদ ভেরাইটিজ স্টোর এর মালিক তুহিন চৌধুরী জানান, চোরের দল তার দোকানের সার্টারের তালা খোলে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। কলেজ রোড কালিবাড়ির সামনে পূরবী স্টোর নামে আরেকটি দোকানের মালিক রোমান ধর জানান, তার দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ৪হাজার ৫০০টাকা ও ৬হাজার টাকা মূল্যের সিগারেট চুরি হয়। কলেজ রোডের ডিজিটাল স্টুডিও এর মালিক অপু সরকার জানান, তার স্টুডিও’র সার্টারের তালা ভেঙ্গে ক্যাশে থাকা নগদ ৩হাজার ২০০টাকা লুট করে নিয়ে জায় চোরের দল। কলেজ রোডের আরেক ব্যবসায়ী সুহাসিনী ফার্মেসীর মালিক দেবদাস চক্রবর্তী জানান, তার ফার্মেসীর সার্টারের তালা ভেঙ্গে থাকা নগদ ২হাজার টাকা নিয়ে যায় চোরের দল। এদিকে একরাতে ৮টি ব্যবসা প্রতিস্টানে চুরির ঘটনায় শহরের ব্যবসায়ীদের মধ্যে চোর আতঙ্ক দেখা দিয়েছে। এব্যপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবিরের মেঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করে কোনো কিছু না বলে ফোন কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published.

x