ঢাকা, বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
শ্রীনগরে প্রভাবশালী সিন্ডিকেটের রমরমা অবৈধ ড্রেজার বাণিজ্য
এম,এ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে অবৈধ ড্রেজারের রমরমা বাণিজ্যের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। প্রশাসনের সঠিক নজরদারির অভাবে উপজেলায়  দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ ড্রেজার বাণিজ্য। উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ, দক্ষিন কামারগাও ঝঙ্গুরবাড়ী জামে মসজিদ ও ধোপাবাড়ি সংলগ্ন পদ্মা নদীতে দিনের পর দিন অবৈধ ড্রেজার দিয়ে বালু ভরাট ব্যবসা চালিয়ে গেলেও যেন দেখার কেউ নেই।
সরেজমিন খোজনিয়ে জানাযায়, স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা সৈকত, শহিদুল কারী, মাসুদ শেখ ও জহের বেপারীর সম্বনয়ে গড়ে ওঠা সিন্ডিকেট চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে একের পর এক এলাকার বিভিন্ন স্থানসহ ফসলি জমি বালু ভরাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে  ভাগ্যকুল ইউপি সদস্য মোশারফ হোসেনের নেতৃত্বে ঝঙ্গুরবাড়ী জামে মসজিদ ও ধোপাবাড়ি সংলগ্ন অবৈধ ড্রেজার দিয়ে চলছে বিভিন্ন স্থানে বালু ভরাট। ঢাকা দোহাড় সড়কের পাশ দিয়ে ড্রেজারের পাইপ নিয়ে বিভিন্ন স্থানে বালু ভরাট কাজ চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেট চক্রটি এতই শক্তিশালী যে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালুভরাট কাজ চালিয়ে গেলেও এলাকার কেউ ভয়ে মুখ খুলতে সাহশ পাচ্ছেনা।
স্থানীয়রা জানায়, একের পর এক অপরিকল্পিতভাবে ভরাট করে  নগরায়ণ, গৃহনির্মানের ফলেই কৃষিজমি কমতে শুরু করেছে। এতে করে পরিবেশের উপর যেমনি মারাত্বক বিরুপ প্রভাব পরছে। অন্যদিকে কৃষিজমির পরিমান কমছে আশংঙ্কাজনক ভাবে। পরিবেশ ছারপত্র,জেলা প্রশাসকের অনুমতি পত্র বা প্রয়োজনীয় কাগজ পত্র ব্যতিরিকেই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ড্রেজার ব্যাবসায়ী শহিদুল বলেন, আমার ড্রেজারে এখন বন্দ আছে। আমি দুই একদিনের মধ্যে সব পাইপ খুলে ফেলবো।
ড্রেজার ব্যবসায়ী জহের বেপারীর কাছে জানতে চাইলে তিনি আমি এই ব্যবসার সাথে জড়িত নই।
ড্রেজার ব্যাবসায়ী মোশারফ হোসেনের কাছে বলেন,  আমি ড্রেজার দিয়ে কবরস্থানের যায়গা ভরাট করছি।
 উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখে ব্যাবস্থা নিব।

2 responses to “শ্রীনগরে প্রভাবশালী সিন্ডিকেটের রমরমা অবৈধ ড্রেজার বাণিজ্য”

  1. Acculatty says:

    anaprox advil motrin aleve tylenol Following Mexico s shock economic contraction in the secondquarter and devastating floods last month, the government hasrepeatedly cut back its growth forecast and now expects grossdomestic product to expand by around 1 purchase cialis Second series, fasc

  2. KyTLIU says:

    Systemic hypertension from renal or Cushing s disease increases the regurgitant fraction and represents a comorbid condition buy cheap cialis online Ha BH, Morse EM, Turk BE and Boggon TJ

Leave a Reply

Your email address will not be published.

x