গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দারারপাড় পাইকড়ের তল পাতাড়ি মন্ডপের মূর্তি ভাংচুরের ঘটনা প্রধান আসামীকে গ্রেফতার করেছেন সুুন্দরগঞ্জ থানা পুলিশ।
গত মঙ্গবার দিবাগত রাতে মন্ডপের ভিতরে থাকা দেব দেবতার বাহনসহ ৭টি মূর্তি ভাংচুর করে রাতের অন্ধকারে মানুষের উপস্থিতি বুঝতে পেড়ে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। এরপর মূর্তির ভিতরে থাকা খড়কুটা আগুন দিয়ে পুড়ে দেয় এবং মন্ডপের ভিতরের থাকা ডালা, কুলা, চালুন, সঙ, কাশি, ঘন্টসহ অন্যান্য উপকরণ নিয়ে যায়। গভীর রাতে মন্ডপের সামনে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন মন্ডপের দিকে এগিয়ে আসলে একজনকে পালিয়ে যেতে দেখে। পরে তারা পানি দিয়ে আগুন নিভানোর জন্য পানি নিয়ে ছোটাছুটি করলে সুযোগ বুঝে পালিয়ে যায় একব্যাক্তি। গতকাল বুধবার সকালে গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, থানার ওসি আব্দুল্লাহিল জামান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচাযর্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার রাতে ৭ টি মূর্তি ভাংচুরে দক্ষিন ধোপাডাঙ্গা পাইকড়ের তল পাতাড়ি কালি মন্দিরের সভাপতি শ্রী নারায়ন চন্দ্র বর্মন সাধারণ সম্পাদক ফনি ভুষণ চন্দ্র বর্মন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে থানায় মামলা করেছে। অভিযোগেরর ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে কিশামত ধোপাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মোঃ ফেরদৌস আবেদীনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ফেরদৌস আবেদীনের দেয়া তথ্য অনুযায়ী ভাংচুরের আলামত হিসেবে দেশিয় অস্ত্র লোহার লাঠি ও কড়াট উদ্ধার করে।
গ্রেফতারের বিষয়ে সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানান, আমরা অভিযোগ সূত্রে তদন্ত করে ফেরদৌস নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করি।
Leave a Reply