কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে তিনদিনের মাথায় আবারও হামলা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেনা কমান্ডাররা তাকে জানিয়েছেন, রোববার (২৯ আগস্ট) এই হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। আফগানিস্তানে অবস্থানরত সব মার্কিনিদের বিমানবন্দর সংলগ্ন এলাকা ত্যাগ করতে নির্দেশনা দিয়েছে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, জঘন্য হামলার জন্য দায়ীদের চরম মূল্য দিতে হবে।
প্রয়োজনে আইএস এর বিরুদ্ধে প্রয়োজনে আরো হামলা চালানো হবে বলেও জানান তিনি।
এদিকে কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের উপস্থিতি কমানো হয়েছে।
শনিবারই নাগরিক, কূটনৈতিক ও সেনাদের নিয়ে কাবুল ছেড়েছে বৃটেনের শেষ ফ্লাইট।
অন্যদিকে কাবুল বিমানবন্দরের আশপাশের এলাকায় তল্লাশি চৌকি বাড়িয়েছে তালেবান। দুই সপ্তাহ আগে বিমান চালুর পর থেকে এখন পর্যন্ত আফগান ও বিদেশি নাগরিক মিলিয়ে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে।
এর আগে গেলো বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আইএস এর হামলায় নিহত হন ১৭০ জন মানুষ।