ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
  ভৈরবে ১০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ
ভৈরব প্রতিনিধি।

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় ১০ লাখ টাকা মূল্যের ২ লাখ মিটার অবৈধ কারেন্টজাল ও ১ হাজার ফিট(১২০) পিছ রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এই সময় অবৈধ জাল ব্যবহারের অভিযোগে ১৮ জেলে কে আটক করা হয় এবং তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ২০ কেজি মাছ।  পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিম খানায় দিয়ে দেত্তয়া হয় এবং ১৮ জেলের নিকট থেকে বিভিন œঅংকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোর ৫টা থেকে সকাল ১১ টা পর্যন্ত অভিযানের নেতৃত্ব প্রদান করেন উপজেলা মেজিষ্ট্রেট উপসহকারী কমিশনার ভূমি মোঃ জুলহাস হোসেন সৌরভ। এই সময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান সুজন। অভিযানে সহায়তা করেন ভৈরব নৌ- থানা পুলিশ।
মোঃ জুলহাস হোসেন সৌরভ উপজেলা মেজিষ্ট্রেট ভৈরব। আজ থেকে সারা দেশেই সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ শুরু হয়েছে । তারই অংশ হিসাবে ভৈরব মেঘনা নদীতে অবৈধ কারেন্টজাল ও রিংজালের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। এই সকল অবৈধ জালের কারনে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। তাছাড়া এই সকল জালের প্রভাবে মা মাছ ধরা পরার কারণে নদীতে মাছের বংশ বিস্তার বাধাগ্রস্থ হত্তয়ায় নদীতে মাছের সংকট সৃষ্টি হয়েছে। যারাই নিষিদ্ধ জাল ব্যাবহার মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য বিভিাগ।

Leave a Reply

Your email address will not be published.

x