২৮ আগষ্ট মোঃ মফিজ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির দ্বয়ের দিক নির্দেশনায় এসআই মোঃ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার এএসআই আব্দুল মালেক ও ফোর্সসহ ২৮ আগষ্ট রাত ০২.৪৫ ঘটিকার সময় অত্র থানাধীন সিলেট আম্বরখানা বড়বাজার আবাসিক এলাকার গোয়াইপাড়াস্থ চান্দভরাং হাউজ ১১৪নং বাসার সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত ১নং আসামী ১। রায়হান আহমদ দুলাল (৩০), পিতা-মৃত সামছুল হক, সাং-সালধ, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, বর্তমান সাং-গোয়াইপাড়া (সিরাজ মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর দেহ তল্লাশী করে তার পরিহিত হালকা আকাশি রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে আসামীর নিজ হাতে বের করে দেয় ০১ টি নীল রংয়ের পলিথিনের বেগ মোড়ানো গোলাপী রংয়ের।
মোট ১০(দশ) পিস কথিত নেশা জাতীয়দ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার প্রতিটি ইয়াবা ট্যাবলেট এর ওজন ০.১ গ্রাম করে সর্বমোট ওজন =০১ গ্রাম, যার প্রতিটি ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০/- টাকা করে সর্বমোট অনুমান মূল্য =৩০০০/টাকা উদ্ধার পূর্বক ২৮ আগষ্ট ০২.৪৫ ঘটিকার সময় প্রাপ্ত আলামত পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক এসআই মোঃ মফিজুর রহমান জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে থানায় হাজির হয়ে জব্দকৃত আলামত সহ পলাতক আসামীর বিরুদ্ধে বাদী হয়ে এজাহার দায়ের করেন।
বাদীর এজাহারের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-৪১, ২৮ আগষ্ট, ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply