ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
ফের মৃত্যু বেড়েছে রামেক করোনা ইউনিটে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন মারা যায় ৪ জন। এটি ছিল তিনমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু।

শনিবার (২৮ আগস্ট) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান৷

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ও সাতজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছে।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন নয় জন। এ নিয়ে ৪১৮টি ডেডিকেটেড বেডের বিপরীতে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ভর্তি রোগী আছেন ১৭৭ জন। এছাড়া আগের দিন রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে করোনা শনাক্তের হার কমে বর্তমানে ৮ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

x