ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
বিদায় বার্তায় যা বললেন রোনালদো
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

২০১৮/১৯ মৌসুম থেকে জুভেন্টাসের হয়ে খেলেছেন ১৩৪ ম্যাচ। দুটি করে সিরি আ ও সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন। কোপা ইতালির একটি ট্রফিও পেয়েছেন। দুইবারর হয়েছে ইতালিয়ান লিগের সেরা ফুটবলার। সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। মোট গোলের ও অ্যাসিস্টের সংখ্যা যথাক্রমে ১০১ ও ২২টি। তিন মৌসুম কাটিয়ে সাদাকালোকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন গন্তব্য ছোট বেলার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগে জুভেন্টাসের প্রতি বিদায় বার্তা দিয়েছেন পর্তুগীজ মহাতারকা।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘আমি অসাধারণ এক ক্লাব থেকে বিদায় নিয়েছি। ইতালির সেরা নি:সন্দেহে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। আমি আমার হৃদয় ও আত্মা জুভেন্টাসকে দিয়েছি। তুরিন শহরটি সব সময় আমার কাছে প্রিয়। ‘টিফোসি বিয়ানকোরেরি’ (জুভেন্টাস সমর্থক) সবসময় আমাকে সম্মান দিয়েছে। প্রতিটি মৌসুমে প্রতিটি প্রতিযোগিতায় আমিও চেষ্টা করেছি এর মর্যাদা দিতে। দিন শেষে আমাদের উপলব্ধি আমরা অনেক কিছু অর্জন করেছি। যা যা চেয়েছিলাম সব কিছু পাওয়া হয়নি। তবে একসঙ্গে সুন্দর গল্প লিখতে পেরেছি।’

জুভেন্টাসের দলীয় গান লিখে ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমি সবসময় আপনাদের একজন হয়ে থাকবো। আমার ইতিহাসের অন্যতম অংশ আপনারা। ইতালি, জুভেন্টাস, তুরিন, জুভেন্টাসের সমর্থক সব সময়ই আমার হৃদের বিশেষ অংশে স্থান পাবে।’

Leave a Reply

Your email address will not be published.

x