ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কর্মী সোহেল রানা (২৩) মারধরের শিকার হয়েছে। এ সময় টিকা নিতে আসা ব্যক্তি ও তার সহযোগিরা এষ্ট্রোজেনেকার ২০ ডোজ টিকা ছিনিয়ে নিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। মোবাইলে মারধরের ছবি ধারণ করায় অপর টিকা কর্মী জিয়াউর রহমান (৩২) কেও মারধর করা হয়েছে। আহত সোহেল রানা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে টিকা নিতে আসেন হাসান (২৫)। তার টিকা দিতে দেরি হলে তার সাথে হাসানের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হাসান তার বন্ধু সোহান (২৫), সাকিব (২৪) সহ ৭/৮ জন ডেকে এনে সোহেলকে টিকা কেন্দ্র থেকে বের করে এলোপাতাড়ি মারধর করে। খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার আব্দুল মান্নানসহ পুলিশ ঘটনাস্থল আসেন। থানার ডিউটি অফিসার এসআই সনজিৎ জানান, টিকা কর্মী মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
Leave a Reply