“এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যেক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে দেলদুয়ার উপজেলা বিআরডিবি’র আয়োজনে উপজেলা হল রুমে ৪৪ জন পল্লী উদ্যেক্তার মাঝে মোট এক কোটি ৪৩ লাখ টাকার ঋনের চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম আহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, বিআরডিবি উপজেলা কর্মকর্তা মো. শামীম হোসেন, দেলদুয়ার বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল,সববায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply