ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
টিকা দেয়ার পর গণহারে শ্রমিক অসুস্থ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাজীপুরের মৌচাক এলাকার সাদমা ফ্যাশন নামের পোশাক কারখানায় টিকা দেয়া শুরু করার পর গণহারে অসুস্থ হয়ে পড়ে শ্রমিকরা।

বৃহস্পতিবার ( ২৬ আগস্ট) সকালে এ তথ্য জানা যায়। এরই মধ্যে তাদের অনেককেই নেয়া হয়েছে হাসপাতালে। এ ঘটনায় টিকা কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মো. খায়রুজ্জামান জানান, ওই কারখানায় আজ বৃহস্পতিবার সকালে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু করা হয়। ঘণ্টাখানেক টিকা কার্যক্রম চলার পর শ্রমিকরা অসুস্থ হতে থাকে। এতে তাৎক্ষণিকভাবে টিকা কার্যক্রম বন্ধ করা হয়। ধারণা করা হচ্ছে সাইকোজনিক বা মনস্তাত্ত্বিক কোন কারণে তারা অসুস্থ হতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

x