করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৬ জন মারা গেছেন। এ সময় ৪ জন করোনা পজিটিভ, ১ জন উপসর্গ নিয়ে এবং ১ জন নেগেটিভ হবার পর মারা যান। এদের মধ্যে রাজশাহীর ১ জন, নওগাঁর ১ জন, নাটোরেরর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন রয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের ৫ জন ও জামালপুরের ২ জন।
কুমিল্লায় করোনা গত ২৪ ঘণ্টায় আরও মৃত্যু ১ জন মারা গেছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৬%।
কুষ্টিয়ায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত মোট ৭১৪ জনের মৃত্যু হলো।
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ২ জন মারা গেছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত সময়ে তারা মারা যায়। এর মধ্যে একজন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দুই হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮২ জনে। এ সময় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে তিন জন এবং করোনায় বাকি তিন জন মারা গেছেন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ১৩৩ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ২০ দশমিক ৮০ শতাংশ।
Leave a Reply