ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
লালমনিরহাটে ইউএনওর ওপর হামলা,ও গাড়ি ভাংচুর গ্রেপ্তার ৬
Reporter Name

মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।

এর আগে বুধবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বাউরা বাজারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হামলা চালানো হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার জমগ্রাম এলাকার আব্দুল করিমের ছেলে আবু তাহের বুলবুল (৩৮), নবী নগর এলাকার আবুল হোসেনের ছেলে হাবিবুল ইসলাম (৪০), মিরাজ হোসেন (৬৫), আব্দুল আজিজের ছেলে আজগর আলী (৪২), জাবেদ হোসেনের ছেলে রুবেল হোসেন (৩৪) ও  শহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮)।

পাটগ্রাম থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, গত বুধবার (৭ এপ্রিল) উপজেলার বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণ। এ সময় কিছু লোক সরকারি কাজে বাঁধা দেওয়াসহ ইউএনওর গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় ইউএনও অফিসের অফিস সহকারী স্বপন কুমার রায় বাদী হয়ে ৪০ জনের নামসহ অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার রাতে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

x