ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
বদলগাছীতে টিসিবির পণ‍্য বিতরণে অনিয়ম, পণ‍্য পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা
মোঃ ফারুক হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর বদলগাছীতে টিসিবি ক‍্যাম্প আফিস বগুড়া থেকে পরিচালিত টিসিবির পণ‍্য বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ।

সরজমিনে বুধবার দুপুর ১ টায় টিসিবির গাড়ী উপজেলা পরিষদের সামনে থামে। টিসিবি ক‍্যাম্প বগুড়ার পরিচালিত গাড়ীর কর্মকর্তা পণ‍্য বিক্রির অনুমতির জন‍্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র নিকট যান। অনুমতি নিয়ে টিসিবির গাড়ীর ঐ কর্মকর্তা উপজেলা টেকনিশিয়ানের রুমে বসে বিভিন্ন অফিসারের কার কয়টা কি লাগবে তা বলেন ও তার তালিকাও তৈরি করেন।

টিসিবির কর্মকর্তা অফিস থেকে নিচে নেমে এসেই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের চাহিদার অনুযায়ী তেল, চিনি ও ডাল সহ বিভিন্ন জিনিস তাদের বস্তায় ভরে দেন। টিসিবির পণ্য নিতে আশা উপস্থিত ব‍্যক্তিরা এর প্রতিবাদ করলে তাতেও কর্ণপাত করেননি টিসিবির দ্বায়িত্বে থাকা কর্মকর্তা ও নিতে আসা অফিসের পিয়ন, সহঃ কর্মকর্তারা। পণ্য ক্রয় করতে আসা রুপক,জুয়েল, রহমান ও রেজা মহুরী সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি বলেন, টিসিবির গাড়ি আসলেই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পণ‍্য দিতেই ব‍্যস্ত থাকেন টিসিবির গাড়ীর লোকজন। তাদেরকে কোন লাইনে দাঁড়াতে হয়না। আর আমরা সাধারন মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আমাদের বেলায় পণ‍্য থাকেনা। সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা যদি এইভাবে সাধারণ জনগনের জন্য সরকারের দেওয়া টিসিবির পণ‍্য বেশিরভাগ নিয়ে যায় তাহলে লোক দেখানোর জন্য দেবার প্রয়োজন নেই। এ বিষয়ে দ্বায়িত্বে থাকা কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি নন।

উপস্থিত টিসিবি নিতে আসা সাধারণ লোকজন সংবাদিকদের অভিযোগ করে বলেন, আসলে কাদের জন‍্য এই টিসিবির পণ্যগুলি সরবরাহ করছে সরকার। আমরা জানতে চাই। আমরা সাধারন জনগণ আপনাদের মাধ্যমে উদ্ধর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published.

x