ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
ভারত থেকে এলো উপহারের ৪০ অ্যাম্বুলেন্স
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের আরও ৪০টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। এ সময় বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী অ্যাম্বুলেন্সগুলো গ্রহণ করেন।

জানা গেছে, বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। এদিকে চলতি বছরের ২৬ থেকে ২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, বাংলাদেশকে ১০৯টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ভারত থেকে পেট্রাপোল হয়ে বেনাপোলে এসেছে আরও ৪০টি অ্যাম্বুলেন্স। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে।

উল্লেখ্য, ভারতের দেয়া উপহারের প্রথম অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। এরপর ৭ আগস্ট ৩০টি ও আজ ৪০টি অ্যাম্বুলেন্স দেশে আসলো। এ নিয়ে মোট ৭১টি অ্যাম্বুলেন্স এসেছে। উপহার হিসেবে আসা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x