ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
রামেক করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৭ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ১ এবং উপসর্গ নিয়ে ৬ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ৮৬তম দিনে রামেকে সবমিলিয়ে ১ হাজার ২০৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহী ৩, নওগাঁ ২, নাটোর ও কুষ্টিয়া ১ জন করে মারা গিয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩২৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৫৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৭৩ ভাগ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪১৮টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ২০৯ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন।

Leave a Reply

Your email address will not be published.

x