ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০২:২১ অপরাহ্ন
আফগানিস্তান থেকে বিমান ছিনতাইয়ের অভিযোগ নিয়ে যা বলছে ইরান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে ইউক্রেনের ছিনতাই হওয়া বিমানটি ইরানে নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছে তেহরান।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা বলেছে, আফগানিস্তান থেকে উড়ে বিমানটি ইউক্রেনের রাজধানী কিয়েভে অবতরণ করেছে এবং তার ডকুমেন্ট ইরানের কাছে রয়েছে। খবর ইরনার।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের উদ্ধার করতে কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। উড্ডয়নের পরই বিমানটি ছিনতাই করা হয়। বিমানটিকে ইরানে নিয়ে যাওয়া হয়েছে।

ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন মঙ্গলবার বলেন, অজানা দুর্বৃত্তরা বিমানটি ছিনতাই করে ইরানের দিকে গেছে।

এদিকে আফগানিস্তান থেকে বিমান ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ইউক্রেন সরকার।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বিমান ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।

ওই মুখপাত্র আরও বলেন, প্রকৃত ঘটনা হলো- উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েনিন আফগানিস্তান থেকে যাত্রীদের নিয়ে ফিরতে পাইলট যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেটা বুঝিয়েছেন। এ সময় তিনি জানান, আফগানিস্তান থেকে তিনটি ফ্লাইটে ২৫৬ জন নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যে বিমানগুলো আফগানিস্তানে গিয়েছিল সবগুলো এখন দেশেই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x