ঢাকা, রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস‍্যের মৃত্যু
তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে শফিকুল ইসলাম(৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার সকালে পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের শিবগঞ্জ রোডের ২নং গলিতে।
নিহত শফিকুল ইসলাম পার্শ¦বর্তী হোসেনপুর উপজেলার চরকাইট্রাল গ্রামের মৃত মোঃ ইস্রাফিলের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,শফিকুল ইসলাম রান্না ঘরের দেয়ালে পেরেক ঠোকতে গিয়ে বিদ্যুতের তারের সংষ্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্ততব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহতের ভাগিনা রাজু বলেন,বিদ্যুতের তারে জড়িয়ে খালুর মৃত্যু হয়েছে।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন,আমরা জেনেছি বিদ্যুৎ স্পৃষ্ঠে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.