ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে ভারতে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কমছে মৃত্যু ও সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭২ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৮৯ জনের।

সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এর আগে রোববার দেশটিতে ৩০ হাজার ৯৪৮ জন করোনাক্রান্ত হন, মৃত্যু হয়েছিল ৪০৩ জনের।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৪ হাজার ৭৫৬ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৪ লাখ ৪৯ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৪৪ হাজার ৭০৯ জনের।

Leave a Reply

Your email address will not be published.