ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কোভিড থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত; অন্যের সহযোগিতা নিয়ে এখন হাঁটতেও পারছেন।

ঢাকা সিএমএইচ থেকে তিনি বনানীর বাসায় ফিরেছেন জানিয়ে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ফেবইবুকে লিখেছেন, “অনেক দুঃসংবাদের মাঝে সুখবর যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত- আমার মুহিত ভাই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।”

৮৭ বছর বয়সী মুহিতের নমুনা পরীক্ষায় গত ২৪ জুলাই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে ঢাকার বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। ২৯ জুলাই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

সাবেক অর্থমন্ত্রীর বনানীর বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাচ্চু শুক্রবার বলেন, “স্যারের করোনা নেগেটিভ এসেছে সপ্তাহখানেক আগে। এরপর শারীরিক অবস্থা ভালো হওয়ায় বুধবার বাসায় নিয়ে আসা হয়। গতকাল ও আজকে দুজন ধরে ধরে স্যারকে হাঁটিয়েছি।”

আগের চেয়ে সাবেক অর্থমন্ত্রী ‘ভালো’ অনুভবব করছেন বলেও জানান বাচ্চু। তিনি বলেন, “স্যারের মুখে ঘা ভালোর দিকে। খাওয়া দাওয়ায় রুচি রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।”

Leave a Reply

Your email address will not be published.

x