ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
মার্কিন বিমানে যেভাবে উঠল ৬৪০ আফগান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। বর্তমানে নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে তারা। এদিকে, তালেবানের ক্ষমতা দখলে আফগানিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিমানবন্দরে আফগানদের প্রচণ্ড ভিড় দেখা গেছে।

এমনই একটি খবরে ডেইলি মেইল শিরোনাম করেছে ‘দি লাকি ওয়ানস।’ মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে দেশটির বিমান বাহিনীর পরিবহন বিমান নেমেছিল কাবুল বিমানবন্দরে। কিন্তু তাতে ৬৪০ আফগান চড়ে বসে। সোমবার দিনভর কাবুল বিমানবন্দরে আফগানদের হাহাকারের মধ্যে ওই শিরোনামকেই যুৎসই মনে করেছে ডেইলি মেইল।

প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন পরিবহন বিমানে বোঝাই হওয়া শত শত আতঙ্কগ্রস্ত আফগান উদ্বাস্তুর প্রথম ছবিগুলো আসতে শুরু করেছে। রাজধানী কাবুলসহ প্রায় পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে আসার প্রেক্ষাপটে এসব আফগান পালাতে চাচ্ছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কাবুল থেকে অন্তত দু’টি সি-১৭ পরিবহন বিমান উড়াতে পেরেছে। সোমবার রাত ও চলতি সপ্তাহের বাকি সময়ে আরও বিমান লোকজনকে পরিবহন করবে।

Leave a Reply

Your email address will not be published.

x