ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
ভারতে ৩০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ৩০ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন।  যা ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। এর আগের ২৪ ঘণ্টার চেয়ে মৃত্যু কিছুটা বেড়েছে।  সোমবার দেশটিতে মারা গিয়েছিলেন ৪১৭ জন।  এ সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছিলেন ৩২ হাজার ৯৩৭ জন।

এর আগে ১৪ মার্চ দেশটিতে ২৫ হাজার ৩২০ জন করোনাক্রান্ত হয়েছিলেন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ২২ লাখ ৫০ হাজার মানুষ, মৃত্যু হয়েছে চার লাখ ৩২ হাজার ৭৯ জনের।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৮৭ লাখ ৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৮৩ হাজার ৮৯৮ জনের।

Leave a Reply

Your email address will not be published.

x