ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
কাবুল বিমানবন্দরে গোলাগুলি, নিহত ৩ জন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল।

সোমবার কাবুল বিমানবন্দরের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তবে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলে কি ঘটেছিল।

x