ঢাকা, শুক্রবার ১০ মে ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
ভৈরবে নদীতে অভিযান, ১ লাখ ৮ হাজার ৫৮০ মিটার জাল উদ্ধার
জয়নাল আবেদীন রিটন, ভৈরব থেকে
ভৈরবের পুরাতন ব্রক্ষ্মপুত্র নদে অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্টজাল ও ৮ হাজার ৫৮০ মিটার রিং জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
পরে উদ্ধারকৃত জালগুলি নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালগুলির আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলে জানায় মৎস্য বিভাগ। নিষিদ্ধ জাল ব্যবহার করার অপরাধে ১০ জেলেকে আটক করা হয়। ভোর ৪ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত এ অভিযান চালঅনো হয়। পরে তাদেরকে বিভিন্ন পরিমানে ২২ হাজার টাকা জরিমানাসহ মোছলেকা আদায় করে মুক্তি দেওয়া হয়। অভিযানে সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার লতিফুর রহমান সুজন। অভিযানে সহযোগিতা করেন ভৈরব নৌ থানার পুলিশ সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জুলহাস সৌরভ জানায়, আজ সোমবার সকালে একটি টিম ভৈরবের পুরাতন ব্রক্ষ্মপুত্র নদে অভিযান চালায়। এ সময় নদের বিভিন্ন অংশে নিষিদ্ধ কারেন্টজাল ও রিংজাল ব্যবহার করে মাছ শিকার করার অপরাধে জালসহ ১০  জেলেকে আটক করা হয়। ১০ জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন পরিমানে ২২ হাজার টাকা জরিমানাসহ মোছলেকা আদায় করে মুক্তি দেওয়া হয়।
নদ-নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযানে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

x