ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
বরিশালে একদিনে আরও ১৪ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্তের দিন ১২ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

করোনা শনাক্ত হয়ে পাঁচ ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১০ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৯৫ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১৫৯, পটুয়াখালীতে ৬৮, ভোলায় ৮৫, পিরোজপুরে ৩৩, বরগুনায় ৩০ ও ঝালকাঠিতে ১৮ জন।

বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪১ হাজার ১৫৫ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল পর্যন্ত ১৬৬ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ।

গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

4 responses to “বরিশালে একদিনে আরও ১৪ জনের মৃত্যু”

  1. With havin so much content and articles do you ever run into any issues of
    plagorism or copyright infringement? My blog has
    a lot of completely unique content I’ve either created myself or outsourced
    but it looks like a lot of it is popping it up all over the
    web without my authorization. Do you know any methods to help stop content from being ripped off?
    I’d definitely appreciate it.

  2. Hi there, after reading this remarkable paragraph i am too glad to share my know-how here with mates.

  3. I really like reading through an article that can make
    people think. Also, many thanks for permitting me to comment!

Leave a Reply

Your email address will not be published.

x