ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
ভারত থেকে আরো ২শ মেট্রিকটন তরল অক্সিজেন এসে পৌছে
রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

রবিবার সকাল ৬টা ৪০ মিনিটে ভারতীয় অক্সিজেনবাহী বিশেষ ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ২শ মেট্রিকটন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌছায়।

ট্রেনটিতে ১০টি কনটেইনারে থাকা তরল মেডিকেল অক্সিজেন স্টেশনে পৌছানোর পর শুরু হয় আনলোড কার্যক্রম। এক এক করে ট্রেনের ট্যাংকার থেকে তরল মেডিক্যাল অক্সিজেনগুলো রোড ট্যাংকারে আনলোড করা হয়। ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল স্থল বন্দর হয়ে ট্র্রেনটি সিরাজগঞ্জে এসে পৌছায়। এখান থেকে আনলোড করে এখান থেকে সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে এই অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ।

ট্রেনটি স্টেশন এলাকায় পৌছানোর আগে থেকেই রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলো। গত ২৫ জুলাই পরিক্ষামূলকভাবে ১ম পর্যায়ে রেল পথে অক্সিজেন আনার প্রক্রিয়া সফল হবার পর এখন পর্যন্ত পর পর ৮ টি চালানে মোট ১৬শ মেট্রিক টন অক্সিজেন আমদানি করলো বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published.

x