ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
সাদুল্যাপুরে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু
সুমন কুমার বর্মন, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট-আমবাগান পাকা সড়কের মধ্যপাড়া গ্রামে  শনিবার দুপুরে অটোভ্যানের নিচে চাপা পড়ে সুমাইয়া আক্তার (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত সুমাইয়া আক্তার মধ্যপাড়া গ্রামের সুরুজ হকের মেয়ে।
স্থানীয়রা জানান, বিল থেকে ছাগলকে ঘাস খাওয়ার পর বাড়ি ফেরার সময় যাত্রীবাহী একটি অটোভ্যান শিশু সুমাইয়া আক্তারকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
x