ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
বিএনপি মিডিয়ার কল্যাণে বেঁচে আছে: কাদের
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হঠকারী রাজনীতির কারণে কর্মী-সমর্থকদের আস্থা হারিয়েছে। তারা এখন মিডিয়ার কল্যাণে বেঁচে আছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) জাতীয় সংসদ ভবন এলাকাস্থ বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। দলটির নেতারা জনমানুষের আতঙ্কে রয়েছে।

তিনি বলেন, বিদেশ থেকে ই-তারে যে সিদ্ধান্ত ভেসে আসে, তা ঢাকায় বসে মিডিয়ার মাধ্যমে বিএনপির নেতারা সেটারই ফরমায়েশ কার্যকর করছে মাত্র। তাদের সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই।

কাদের বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে খুনিদের তোষণ, দুর্নীতিবাজ আর সাম্প্রদায়িক অপশক্তিকে পোষণ এবং অসহায় জনগণকে শোষণ। তাদের রাজনীতি ইতিহাস বিকৃতি, মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতি।

দেশে ভ্যাকসিনের কোনো সঙ্কট নেই জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, গুজবে কান না দিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

এ সময় তিনি সবাইকে ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি মাস্ক পরিধান করার আহ্বান জানান।

x