ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
আমনের চারা রোপনে ব্যস্ত রৌমারীর কৃষকেরা
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের  রৌমারী  উপজেলার বিভিন্ন মাঠে আমন ধানের চারা রোপনের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।  রৌমারী উপজেলার কৃষকরা প্রতি বছরে ২ বার ধানের চাষাবাদসহ রবিশস্যের চাষাবাদ করে আসছেন। এবারও কৃষকরা তাই করছেন। ইতোমধ্যেই  রৌমারী উপজেলার কৃষকরা রোপা আমন ধানের চাষাবাদ শুরু করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ রোপা আমন মৌসুমে  রৌমারী উপজেলায়  ৭হাজার  ৫শত ৭০হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তারচেয়ে বেশি চাষাবাদ হতে পারে। বৃষ্টির কারণে রোপা আমন ধানের চাষাবাদের কিছুটা বিলম্ব হলেও এখন পুরোদমে মাঠের ফসলি জমিতে রোপা আমন ধানের চারারোপনের কাজ চলছে। আগামী ১৫-২০ দিনের মধ্যেই রোপা আমন ধানের চারা রোপনের  কাজ সম্পন্ন হবে।

সরেজমিনের  গিয়ে দেখা  যায় কৃষকরা এখন আমন ধানের চারা রোপনের কাজে ব্যস্ত রয়েছেন। কৃষকরা ধানের বাম্পার ফলনের আশায় রয়েছেন।

চতলাকান্দা  গ্রামের আদর্শ কৃষক মোঃ আব্দুর রশিদ   ও শহিদুর রহমান, গয়টাপাড়া গ্রামের হাশেনুর রহমান  , শৌলমারী  গ্রামের  মোবারক হোসেন,  ওকড়াকান্দা গ্রামের  জামাল মিয়া  মিয়াসহ অনেক কৃষকের সাথে কথা বললে তারা  জানান, আমরা অতি গুরুত্বের সাথে বাম্পার ফলনের আশায় রোপা আমন ধানের চাষাবাদ শুরু করেছি।

এ বিষয়ে ২ নং শৌলমারী ইউনিয়নের   উপসহকারী  কৃষি কর্মকর্তা   মোঃ বাবুল আক্তার বলেন, কৃষকদের নিয়ে  গ্রুপ মিটিং করা হচ্ছে। কৃষকদের সারিবদ্ধ ভাবে আমন ধানের চারা রোপনের জন্য   পরামর্শ ও জৈবসারসহ নন ইউরিয়া সার প্রয়োজন মতো ব্যাবহারের জন্য  বলা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার  শাহাদৎ হোসেন (ভারপ্রাপ্ত) সাথে কথা বললে তিনি  “দৈনিক ডাককে” জানান, ৭ হাজার  ৫শত ৭০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করি তারচেয়ে বেশি জমিতে চাষাবাদ হবে। সে সাথে বিগত বছরের মতো এবারো আমন ধানের বাম্পার ফলন হবে। সে লক্ষ্য  আমরা মাঠ পর্যায়ে  কাজ চালাচ্ছি। ধানের উৎপাদন বৃদ্ধি হলে কৃষক লাভবান  হবে

এবং দেশের খাদ্য চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।

x