ঢাকা, রবিবার ০৩ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
কুমিল্লায় একদিনে করোনায় ১১ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এ সময় নতুন করে ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১ হাজার ১০৬টি নমুনা পরীক্ষায় ৩০৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ১১ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়াল ৮২৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ৫৪ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৫ জন, সদর দক্ষিণের ১১ জন, বুড়িচংয়ের ১০ জন, চান্দিনার আটজন, চৌদ্দগ্রামের ২৯ জন, দেবিদ্বারের ২২ জন, দাউদকান্দির ৪ জন, লাকসামের ৭ জন, লালমাইয়ের ১০ জন, নাঙ্গলকোটের ৩৩ জন, বরুড়ার ৩৭ জন, মনোহরগঞ্জের ১৮ জন, মেঘনার ১৮ জন, হোমনার ১৪ জন, তিতাসের ৯ জন, ব্রাক্ষণপাড়ার ১৫ জন, মুরাদনগরের ৫ জন রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published.